Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

*   পল্লীতে বসবাসরত দরিদ্র জনগোষ্ঠির দারিদ্র বিমোচনের লক্ষে শ্রেণী ও পেশা ভিত্তিক সংগঠন তৈরীতে সহযোগিতা দান।

*   উপকারভোগী সদস্যদের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষে উপজেলায় বাস্তবায়নাধীন আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যাবতীয়

     প্রকল্প/ কর্মসূচির বাস্তবায়ন।

*   দরিদ্র জনগোষ্ঠির সনিভরতা অর্জনের লক্ষ্যে ক্ষুদ্র ক্ষুদ্র জমার মাধ্যমে নিজস্ব পুজি গঠনের সুযোগ সৃষ্টি।

*   উৎপাদন মুখী ও আয় বৃদ্ধি মূলক কর্মকান্ড বাস্তবায়ন কল্পে ঋন মঞ্জুরী, বিতরণ ও আদায় কার্যক্রম পরিচালনা।

*   আনুষ্ঠানিক সমিতির সদস্যদের নিবন্ধনের পরপরই এবং অনানুষ্ঠানিক দল গঠনের ৮(আট) সপ্তাহ পর সদস্যদের ঋন

    প্রদানের ব্যবস্থা গ্রহন।

*   উপকার ভোগী সদস্যদের সামাজিক উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য চাহিদা ভিত্তিক প্রশিক্ষনের আয়োজন।

*   ইপ্সিত জনগোষ্ঠির নিরবিচ্ছিন্ন উন্নয়ন নিশ্চিত কল্পে উপজেলার সকল কার্যক্রম তদারকি ও পরিবীক্ষন।

*   উপকার ভোগী সদস্যদের অন্যান্য জাতী গঠনমূলক বিভাগের সেবা প্রাপ্তির লক্ষে আন্তঃ বিভাগীয় সমন্বয় সাধন।

*   সদস্যদের উৎপাদিত শষ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করণের জন্য বাজার জাতকরণ কার্যক্রম পরিচালনা।

       *    কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে সেচ যন্ত্র ব্যবস্থাপনা এবং পরিবেশউন্নয়ন কল্পে বৃক্ষরোপন, স্যানিটেশন সহ নানা মূখী

             সম্প্রসারণ মূলক কার্যক্রম পরিচালনা।

 

ক্রঃ নং

সেবার নাম

প্রয়োজনীয়

সর্বোচ্চ সময়

(ঘন্টা/দিন/মাস)

প্রয়োজনীয়

কাগজপত্র

প্রয়োজনীয়

কাগজপত্র প্রাপ্তির স্থান

ফি/চর্জেস

(টাকা /

জমাদানের কোড/খাত ও কখন প্রদান করতে হবে তা উল্লেখ করতে হবে)

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা(কর্মকর্তার পদবী, বাংলাদেশের কোড, জেলা/উপজেলার কোড সহ টেলিফোন নম্বর ও ই-মেইল)

উর্ধ্বতন কর্মকর্তা,যার কাছে আপীল বাঅভিযোগ করা যাবে(কর্মকর্তার পদবী, বাংলাদেশের কোড,জেলা /উপজেলার কোড সহ টেলিফোন নম্বর ও ই-মেইল)

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০১

ক্ষুদ্র ঋণের সেবা প্রদান

-

১। উপজেলা একীভূত উৎপাদন ও ঋণ পরিকল্পনা (সারণী -১০)

২। ঋণ আবেদন পত্র(ল্যাপ-৩, কেএসএস পর্যায়, সারণী-৩

৩। প্রাথমিক সমিতি পর্যায়ে ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তের সত্যায়িত।

৪। ঋণ উপকমিটির সিদ্ধান্তের সত্যায়িত অনুলিপি।

৫। উপজেলা ঋণ উপকমিটির সিদ্ধান্তের সত্যায়িত অনুলিপি

৬। সদস্যদের ভোটার আইডি কার্ডের ফটোকপি।

৭। সদস্যদের সভ্য রেজিষ্টারের ফটোকপি।

৮। সদস্যদের পূর্বের ঋণ পরিশোধ ও শেয়ার-সঞ্চয় জমার তথ্য যাচাইয়ের স্বর্থে WCS এরকপি।

৯। আবর্তক ঋণ তহবিলের ব্যাংক স্থিতির প্রত্যয়ন পত্র।  ১০। আবর্তক ঋণ তহবিল হতে প্রস্তবিত ঋণ গ্রহনেচ্ছুক সমিতির তথ্য(২৭ কলাম,সংযুক্ত ছক মোতাবেক)

 

০১।সংশ্লিষ্ট বিআরডিবি অফিস।

০২। সংশ্লিষ্ট বিআরডিবি অফিস।

০৩। প্রাথমিক সমিতি

 

 

০৪। সংশ্লিষ্ট বিআরডিবি অফিস।

০৫। সংশ্লিষ্ট বিআরডিবি অফিস।

০৬।সদস্যরা নিজে

০৭। প্রাথমিক সমিতি

 

০৮। সংশ্লিষ্ট বিআরডিবি অফিস।

 

০৯। সংশ্লিষ্ট বিআরডিবি অফিস।

১০। সংশ্লিষ্ট বিআরডিবি অফিস।

-

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা,

-